চারদিন পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৩ জুন ২০১৭

টানা চার কার্যদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে এসেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে ডিএসই-৩০ সূচক। ১ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২৬ পয়েন্টে। তবে কমেছে ডিএসই শরিয়া সূচক। ১ পয়েন্ট কমে ১ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪০০ কোটি ৭০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৭০ কোটি ৩১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৩৯ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। এ দিন কোম্পানির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিডি ফিন্যান্সের ১৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এমজেএল বিডি।

লেনদেনে এরপর রয়েছে লংকাবাংলা ফিন্যান্স, অ্যাকটিভ ফাইন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, মোজাফফর হোসেন স্পিনিং মিলস এবং সিটি ব্যাংক।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৪১ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৫টির। দাম কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

এমএএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।