বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি


প্রকাশিত: ০৩:৫১ এএম, ১২ জুন ২০১৭

বিশ্ববাজারে ফের বেড়েছে খাদ্যপণ্যের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে জানা যায়, গত মে মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে।

এফএও-এর তথ্যমতে, শিপিং কস্ট এবং অনেক বেশি আমদানির কারণে ২০১৭ সালে বিশ্বব্যাপী আমদানিতে খরচ দাঁড়াবে ১ দশমিক ৩ ট্রিলিয়ন । এছাড়া গত মে মাসে এফএওর খাদ্যপণ্যের সূচক বেড়ে হয় ১৭২.৬ পয়েন্ট, যা আগের মাস এপ্রিলের চেয়ে ২.২ শতাংশ বেশি। এপ্রিলে খাদ্যপণ্যের দাম কমেছিল ১.৮ শতাংশ।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরো বলা হয়, চিনির দাম কমলেও ভোজ্য তেলের দাম বেড়েছে ৪.৭ শতাংশ। দুগ্ধপণ্যের দাম এপ্রিলের তুলনায় বেড়েছে ৫.১ শতাংশ এবং মাংসের দাম বেড়েছে ১.৫ শতাংশ।

এফএওর হিসাব অনুযায়ী ২০১৭-১৮ মৌসুমে বিশ্বে খাদ্যশস্যের উৎপাদন হবে ২.৫৯৪ বিলিয়ন টন, যা এক বছর আগের তুলনায় ০.৫ শতাংশ কম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।