লাইসেন্সপ্রাপ্ত কোনো এমএলএম কোম্পানি নেই : সংসদে বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৫ জুন ২০১৭
ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে দেশে লাইসেন্সপ্রাপ্ত কোনো মাল্টি লেভেল কোম্পানি (এমএলএম) নেই। আইনভঙ্গ করে অবৈধভাবে কেউ এমএলএম ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মন্ত্রণালয় হতে চিঠি দেয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এইচএস/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।