ইংলিশ মিডিয়াম স্কুলে খরচ বাড়ছে


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০১ জুন ২০১৭

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বেশ কিছু পণ্যে সম্পূরক শুল্ক আরোপ ও বৃদ্ধির প্রস্তাব করেছেন। একই সঙ্গে নতুন ভ্যাট আইন কার্যকর করারও প্রস্তাব করেছেন তিনি। এসব প্রস্তাব কার্যকর হলে জনসাধারণকে বেশ কিছু পণ্য ক্রয়ে ও সেবা পেতে আগের তুলনায় বেশি মূল্য দিতে হবে।

বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলে সাড়ে ৭ শতাংশ ভ্যাট রয়েছে। ভ্যাটহার একক করায় এখন থেকে এ ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে। ফলে ইংলিশ মিডিয়াম স্কুলে খরচ বাড়বে।

প্রসঙ্গত, ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এতে মোট ৪ লাখ ২৬৬ কোটি টাকা ব্যয়ের বিপরীতে রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা। যাতে ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা।

এমইউএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।