জুয়েলারি নীতিমালা চলতি বছরেই


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০১ জুন ২০১৭
ফাইল ছবি

২০১৭ সালেই হবে জুয়েলারি নীতিমালা। জুয়েলারি শিল্পকে ব্যবসাবান্ধব করতে স্বর্ণ আমদানি সময়োচিত ও বাস্তবসম্মত যুগোপযোগী করতে এ নীতিমালা প্রণয়ন করবে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, জুয়েলারি বাংলার প্রাচীন ঐতিহ্য। নীতি সহায়তার কারণে এ শিল্পের তেমন বিকাশ হয়নি। তাই জুয়েলারি শিল্পকে ব্যবসাবান্ধব করতে এ খাতের একটি নীতিমালা করা হবে। ফলে জুয়েলারি শিল্প বিকাশ লাভ করবে। একই সঙ্গে বহির্বিশ্বে রফতানি বাজার তৈরি করতে পারবে। এ নীতিমালা ক্যালেন্ডার বছরেই (২০১৭ সালে) সমাপ্ত করবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

এর আগে স্বর্ণ আমদানি সহজীকরণসহ একটি যুগোপযোগী ব্যবসাবান্ধব নীতিমালার দাবি জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। লেটার অফ ক্রেডিট’র (এলসি) মাধ্যমে স্বর্ণ আমদানি সহজীকরণ, গোল্ড ব্যাংক প্রতিষ্ঠা, ভ্যাট বা মূসক হার ৫ শতাংশ রাখাসহ ১০ দফা দাবি জানান ব্যবসায়ীরা।

এসআই/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।