রাজধানীর ওয়ারীতে টেস্টি ট্রিট আউটলেট


প্রকাশিত: ১০:২৪ এএম, ১১ মে ২০১৫

স্বাস্থ্য সচেতন ক্রেতাদের কাছে কেক ও পেস্ট্রিসহ বেকারি সামগ্রী পৌঁছে দিতে পুরান ঢাকার ওয়ারীতে যাত্রা শুরু করলো ‘টেস্টি ট্রিট’। সোমবার বিকেলে ওয়ারীর ২১/১২ নং র্যাংকিং স্ট্রীটে অবস্থিত টেস্টি ট্রিট এর আউটলেটটি উদ্বোধন করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহ্মেদ।

টেস্টি ট্রিট`র আউটলেটটিতে রয়েছে- জন্মদিন এবং বিশেষ অনুষ্ঠানের কেক, ফ্রুট কেক, প্লেন কেক, স্পেশাল পাউন্ড কেক। এছাড়াও রয়েছে বিভিন্ন স্বাদ ও ডিজাইনের পেস্টির সমাহার। রয়েছে রসগোল্লা, মালাইকারি, ক্ষীর টোস্ট, পোড়াবাড়ির চমচমসহ সুস্বাদু সব মিষ্টি। ফাস্টফুড সামগ্রীর মধ্যে রয়েছে- হড ডগ, পাফ পিৎজা, চিলি চিকেন রোল, ভেজিটেবল রোল, চিকেন পাফ, সিঙ্গারা-সমুচা।

উদ্বোধন উপলক্ষে আউটলেটে চলছে ২০ শতাংশ ডিসকাউন্ট অফার। এ অফার চলবে আগামী ৩০ মে পর্যন্ত। এছাড়া আউটলেটটিতে জন্মদিনসহ বিভিন্ন উৎসব বা বিশেষ দিন উদযাপনের অগ্রীম কেকের অর্ডার ও হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহ্মেদ আশা প্রকাশ করেন, স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে টেস্টি ট্রিট খুব দ্রুত মানুষের প্রত্যাশা পুরণ করতে পারবে।

এ সময় টেস্টি ট্রিট এর ব্র্যান্ড ম্যানেজার ওলি আমিন বলেন, সুলভমূল্যে ক্রেতাদের কাছে টেস্টি ট্রিটের সেবা পৌঁছে দেয়াই আমাদের প্রধান লক্ষ্য।

ওয়ারী ছাড়াও রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট ও গ্রীন রোডে টেস্টি ট্রিটের আউটলেট রয়েছে। আগামী ১৩ মে মিরপুরে এবং ১৬ মে বাড্ডায় আরো দুটি আউটলেট উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বঙ্গ বেকার্স লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার শাহ্ ফয়সাল হোসেন, টেস্টি ট্রিটের অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম রাশেদ ও সেলস ম্যানেজার মাহবুবুর রহমান প্রমুখ।

এআর/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।