সরকার চট্টগ্রাম বন্দর উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইবে


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

চট্টগ্রাম বন্দর উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইবে সরকার। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে মঙ্গলবার দুপুরে পরিকল্পনা মন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এ তথ্য জানান।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট ও সোস্যাল প্রটেকশন টিমের সিনিয়র ইকোনমিস্ট ইফাত শরিফের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, গভীর সমুদ্র বন্দর তৈরি করতে সময় লাগবে। এখন আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে। আগামীতে এ প্রবৃদ্ধি ৮ থেকে ৯ শতাংশ অর্জন করা সম্ভব। তাই চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সহযোগিতার বিষয়ে বিশ্বব্যাংক কর্মকর্তারা উচ্চপর্যায়ে আলোচনা করে আমাদেরকে জানাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।