টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৩ মে ২০১৭

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। ফলে বেড়েছে মূল্যসূচকের পরিমাণ। সেই সঙ্গে বেড়েছে লেনদেন। এর মধ্য দিয়ে টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার। এর আগে টানা তিন কার্যদিবস উভয় বাজারে দরপতন ঘটে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ১৪৮টি বা ৪৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। আগের দিন ১৬৯টি বা ৫৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছিল। অপরদিকে মঙ্গলবার দাম কমেছে ১২৫টি বা ৩৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি বা ১৫ শতাংশের দাম।

ডিএসইতে লেনদেন হয়েছে ৬১২ কোটি ৭৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৬০ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ৫২ কোটি ৩৭৭ লাখ টাকা।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুটি সূচকও। ডিএসই-৩০ সূচকটি বেড়েছে ৩ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ৪ পয়েন্ট।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার গ্রীডের শেয়ার। এদিন কোম্পানির ৩৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ৩৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এমজেএল বিডি।

লেনদেনে এরপর রয়েছে- রতনপুর রি-রোলিং স্টিল মিলস, ডরিন পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জাহিন স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, অগ্নি সিস্টেম এবং ইভিন্স টেক্সটাইল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১২৭ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩১ কোটি ১৯ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

এমএএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।