শেয়ারবাজারে আবার দরপতন


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৭ মে ২০১৭

এক কার্যদিবসের ব্যবধানে বুধবার আবারও দরপতনের ধারায় ফিরে গেছে দেশের পুঁজিবাজার। এর আগে টানা ৭ কার্যদিবসে পতনের পর মঙ্গলবার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল মূল্যসূচক।

বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স পতনের পাশাপাশি কমেছে লেনদন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ১৫৫টি (৪৭ শতাংশ) প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। অপরদিকে বেড়েছে ১২০টির (৩৭ শতাংশ) এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির (১৬ শতাংশ) দাম।

এদিন মূল্যসূচকসহ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসইতে আজ মোট ৬৮৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৫৬৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১২০ কোটি ৯১ লাখ টাকা।

দিনের লেনদেন শেষে বুধবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে বেড়েছে অপর দুটি সূচক। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে দশমিক ২১ পয়েন্ট।

টাকার অঙ্কে ডিএসইতে আজ সর্বাধিক লেনদেন হয়েছে ইফাদ অটোসের শেয়ার। এদিন প্রতিষ্ঠানটির মোট ৭৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার, ১৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।

লেনদেনে এরপর রয়েছে, ডরিন পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, বিডিকম, ইভিন্স টেক্সটাইল, এমজেএল বিডি, ইউনাইটেড পাওয়ার গ্রিড এবং ন্যাশনাল ফিড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ১৯১ পয়েন্টে। সিএসইতে এদিন মোট ৪২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৩৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।

বুধবার সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

এমএএস/এমএমজেড/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।