এসকে লুব্রিকেন্টস ‘জিক’ ব্র্যান্ড বাংলাদেশে


প্রকাশিত: ০৩:০১ এএম, ১৭ মে ২০১৭

কোরিয়ার তৈরি বিশ্বখ্যাত এসকে লুব্রিকেন্টসের ‘জিক’ ব্র্যান্ড এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। বিশ্বের অন্যতম শীর্ষ ব্যবহার্য এ পণ্যটি দেশে বাজারজাত করছে এইচএনএস গ্রুপ।

সম্প্রতি গুলশানের ইমানুয়েলস হলে পণ্যটির মোড়ক উন্মোচন করেন এইচএনএস গ্রুপের চেয়ারম্যান শহীদুল ইসলাম ও এসকে লুব্রিকেন্ট অ্যান্ড অয়েল ইন্ডিয়া লিমিটেডের এমডি জিতার কিম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আইসো-ডি ওয়ক্সিং প্রযুক্তিসম্পন্ন ও ডেক্সরন-৬ উপাদানের সমন্বয়ে এসকে লুব্রিকেন্টসই গ্রুপ-৬ বেসঅয়েল বাজারে বিশ্বে এক নম্বর। বাংলাদেশে জিক এসকে লুব্রিকেন্টের সর্বাধুনিক পণ্য হিসেবে প্রথম সম্পূর্ণ সিনথেটিক লুব্রিকেন্ট নিয়ে এসেছে, যা ইঞ্জিনের কার্যক্ষমতা, তেল নিঃসরণ ক্ষমতা বাড়াবে এবং ইঞ্জিনকে রাখবে ঠাণ্ডা।

লুব্রিকেন্টসের জিক এখন বিশ্বের ৪০টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে ও কোরিয়ার ফর্মুলা ওয়ান গ্র্যান্ড পিক্সের প্রধান স্পন্সর হিসেবে কাজ করছে।

এসআই/এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।