নিম্নমানের জুতা দেয়ায় বাটার জরিমানা


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৬ মে ২০১৭

নিম্নমানের জুতা দিয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণা করায় বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের এক শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে সোমবার শুনানি শেষে এ জরিমানা করেছে অধিদফতরের সহকারী পরিচালক রিনা বেগম।

অধিদফতর সূত্রে জানা গেছে, নুজহাতুল হাসান নামের এক ভোক্তা তার লিখিত অভিযোগে বলেন, রাজধানীর মিরপুর-১০ এলাকার বাটার একটি শোরুম থেকে দুই হাজার ৬০০ টাকা দিয়ে এক জোড়া জুতা কিনেন। পরের দিনই জুতা ছিড়ে যায়।

অভিযোগে তিনি আরও জানান, বাটা কোম্পানি নিম্নমানের জুতা দিয়ে প্রতারণার করেছে। 

এ বিষয়ে সহকারী পরিচালক রিনা বেগম বলেন, শুনানিতে কোম্পানির পক্ষ থেকে ভোক্তার অভিযোগের সঠিক কোনো জবাব দিতে না পারায় বাটা কোম্পানির এ শোরুমকে জরিমানা করা হয়েছে।

অধিদফতর সূত্র জানায়, জরিমানার অর্থ আগামী পাঁচদিনের মধ্যে অধিদফতরে পরিশোধ করতে হবে। জরিমানার ১০ হাজার টাকার ২৫ শতাংশ অর্থাৎ ২ হাজার ৫০০ টাকা পুরস্কার হিসেবে অভিযোগকারীকে প্রদান করা হবে।

এসআই/জেডএ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।