ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করবে আইডিবি


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৩ মে ২০১৭

ইসলামী ব্যাংকের ৫ শতাংশ শেয়ার বিক্রি করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। শনিবার ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। ব্যাংকের পর্ষদ সভা সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বর্তমানে আইডিবির কাছে ইসলামী ব্যাংকের সাড়ে ৭ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে ৫ শতাংশ শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ব্যাংকের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম বলেন, প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকতে হলে ন্যূনতম দুই শতাংশ শেয়ার রাখতে হয়। আইডিবির প্রতিনিধি ড. আরিফ সুলেমান ইসলামী ব্যাংকের পরিচালক থাকবেন। ফলে আইডিবির কাছে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার দুই শতাংশ রেখে অতিরিক্ত সব শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি। শনিবার পরিচালনা পর্ষদ সভায় বিষয়টি অনুমোদন দিয়েছে।

জানা গেছে, ইসলামী ব্যাংকে আইডিবির ১২ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৫৮৫টি শেয়ার রয়েছে। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। এর মধ্যে ৭২ ভাগ তথা প্রায় ৩০০ কোটি টাকার শেয়ার ছেড়ে দিচ্ছে জেদ্দাভিত্তিক এ ব্যাংকটি।

গত ৩০ মার্চ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আইডিবির প্রতিনিধি ড. আরিফ সুলেমান শেয়ার ছাড়ার বিষয়টি উপস্থাপন করেন। ওই সময় বোর্ডের অন্য সদস্যরা শেয়ার না ছাড়ার পরামর্শ দিলেও শনিবারের (১৩ মে) বোর্ড সভায় আইডিবির প্রায় ৫ শতাংশ শেয়ার বিক্রির অনুমোদন দেয়। ইসলামী ব্যাংকে অনুষ্ঠিত এ বোর্ড সভায় সভাপত্বি করেন ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান।

এদিকে ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান হওয়ায় শেয়ার বিক্রির প্রক্রিয়ায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন নিতে হয়। বিএসইসির অনুমোদন পেলেই শেয়ার বিক্রি করতে পারবে প্রতিষ্ঠানটি।

এসআই/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।