দশ মাসে ১ হাজার ২৬০ কোটি ডলার রেমিটেন্স


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৫ মে ২০১৫

চলতি ২০১৪-১৫ অর্থবছরের দশ মাসে এক হাজার ২৬০ কোটি ডলার প্রবাসী আয়-রেমিটেন্স দেশে এসেছে। তবে মার্চ মাসের চেয়ে এপ্রিল মাসে প্রবাসী আয় কিছুটা কমেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ মাসে ১২৯ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। এর আগে মার্চে প্রবাসীরা ১৩৩ কোটি ডলার দেশে পাঠিয়েছে।

অন্যদিকে, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কিছুটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জুলাই মাসে প্রবাসী আয় এসেছে ১৪৯ কোটি ডলার, আগস্ট মাসে ১১৭ কোটি ডলার, সেপ্টেম্বর মাসে ১৩৪ কোটি ডলার, অক্টোবর মাসে ১০৮ কোটি ডলার, নভেম্বরে ১১৮ কোটি ডলার, ডিসেম্বর মাসে ১২৭ কোটি ডলার, জানুয়ারিতে ১২৪ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ১১৮ কোটি ডলার এবং মার্চে ১৩৩ কোটি ডলার।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।