ওইমেক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন


প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০৯ মে ২০১৭

শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করতে ওইমেক্স ইলেকট্রোডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৬০৪তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, ওইমেক্স ইলেকট্রোড শেয়ারবাজারে প্রতিটি ১০ টাকা মূল্যে এক কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। মেশিনারিজ, ইক্যুপমেন্ট ও কাঁচামাল ক্রয় এবং আইপিও খাতে এ অর্থ ব্যবহার করা হবে।

২০১৬ সালের ৩০ জুনে কোম্পানির নিট শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৭ পয়সা। বিগত পাঁচ বছরের ওয়েটেড এভারেজ শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।