নতুন নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ


প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৩ মে ২০১৭

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। এখন থেকে এই বিভাগের নাম হবে ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগ’।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নাম পরিবর্তন করে একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, রুলস অব বিজনেসে দেয়া ক্ষমতাবলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিভাগের নাম পরিবর্তন করেছেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, পুঁজিবাজার ও ক্ষুদ্রঋণ সবই আছে।

কিন্তু বিভাগের নামে পুরো বিষয়টির প্রতিফলন নেই। এ জন্য সব কাজের প্রতিনিধিত্বশীল বিভাগের নতুন নাম দেয়ার উদ্যোগ নেয়া হয়।

এমইউএইচ/এমএমএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।