সূচক বাড়লেও কমেছে লেনদেন


প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৩ মে ২০১৭

টানা দ্বিতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী রয়েছে দেশের শেয়ারবাজার। বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স বেড়েছে ৫৯ পয়েন্ট। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

আজ ডিএসইতে মোট ৬৯৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৭৭৪ কোটি ২৭ লাখ টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের তুলনায় বুধবার কমেছে ৮০ কোটি ২৮ লাখ টাকা।

আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। অপরদিকে কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

বুধবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সূচক মঙ্গলবার বেড়েছিল ৪৫ পয়েন্ট। অর্থাৎ টানা দুই দিনে ডিএসইএক্স বেড়েছে ৬৮ পয়েন্ট।

টাকার অঙ্কে আজ ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের শেয়ার। এদিন কোম্পানিটির মোট ২৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার হাতবদল হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ টাকার। ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এসপিসিএল।

লেনদেনে এরপর রয়েছে, ইউনাইটেড পাওয়ার গ্রীড, প্রাইম ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স, ইভিন্স টেক্সটাইল, লংকাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার টেক এবং ব্র্যাক ব্যাংক।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৩৩ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেন হয়েছে মোট ৪১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।

বুধবার সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৩১টির। এছাড়া কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

এমএএস/এমএমজেড/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।