অর্ধেকে নেমেছে প্যাসিফিক ডেনিমসের আয়


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ৩০ এপ্রিল ২০১৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান প্যাসিফিক ডেনিমসের শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) প্যাসিফিক ডেনিমসের শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৬১ পয়সা। অর্থাৎ বিগত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় কমেছে ২৮ পয়সা।

এদিকে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (২০১৬ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৬ পয়সা।

জানা গেছে প্যাসিফিক ডেনিমসের শেয়ার প্রতি আয় কমার পাশাপাশি সম্পদ মূল্যও (এনএভি) কমেছে। চলতি বছরের মার্চ মাস শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা। যা গত বছরের জুন মাস শেষে ছিল ২৭ টাকা ৮৭ পয়সা।

ইপিএস এবং এনএভি কমার পাশাপাশি প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণও কমেছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে প্যাসিফিক ডেনিমসের এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৮১ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ১৯ পয়সা।

এমএএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।