হাওরাঞ্চলে ত্রাণ সহায়তা দেয়ার নির্দেশ ব্যাংকগুলোকে


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৭

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকগুলোকে দেশের হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত  এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন হাওরাঞ্চলে বন্যার কারণে ফসল, ঘরবাড়ি ও গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে অসহায় মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এ অবস্থায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ত্রাণসামগ্রী প্রদানের অনুরোধ করা হলো।

এসআই/জেএইচ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।