গ্রামীণফোনের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২০ এপ্রিল ২০১৭

গ্রামীণফোনের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান ক্রিস্টোফার লাসকা এবং সিইও পেটার বি ফারবার্গসহ অন্যান্য বোর্ড সদস্য এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি হোসেন সাদাত।

গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান ক্রিস্টোফার লাসকা বলেন, কোম্পানির ওপর আস্থা রাখার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পের সম্ভাবনা, নিয়ন্ত্রণগত অনিশ্চয়তা, ডিজিটাল সেবা প্রদানকারী হিসেবে পরিণত হওয়ার গ্রামীণফোনের লক্ষ্য।

উল্লেখ্য, গ্রামীণফোন ২০১৬ সালে ৮৫ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ প্রদান করে। গ্রামীণফোনের বোর্ড আরও ৯০ শতাংশ নগদ চূড়ান্ত  লভ্যাংশ সুপারিশ করে, ফলে মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়ায় পরিশোধিত মূলধনের ১৭৫ শতাংশ (শেয়ার প্রতি ১৭ দশমিক ৫ টাকা)। শেয়ারহোল্ডাররা ২০১৬ সালের জন্য সুপারিশকৃত লভ্যাংশ অনুমোদন করেন। পূর্ববর্তী বছরগুলোর মতো এ বছরও গ্রামীণফোন দ্রুততার সঙ্গে অনলাইনে শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ করবে।

আরএম/এমআরএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।