এক্সিম ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার প্রস্তাব


প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৯ এপ্রিল ২০১৭

শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)।

বুধবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯৬তম সভায় ২০১৬ সালে ব্যাংকের আর্থিক অবস্থান পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মো. নজরুল ইসলাম স্বপন, অঞ্জন কুমার সাহা, মো. নূরুল আমিন ফারুক, মো. শহীদুল্লাহ, মেজর অব. খন্দকার নূরুল আফছার, লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার), খন্দকার মোহাম্মদ সাইফুল আলম, রঞ্জন চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।