প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে ৩৮ প্রকল্প বাস্তবায়ন করছে নৌমন্ত্রণালয়


প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

চলতি অর্থবছরে (২০১৬-১৭) ৩৮টি প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা। এসব প্রকল্পে ব্যয় রয়েছে ১ হাজার ৮১৫ কোটি ৩ লাখ টাকা।

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ২৬টি প্রকল্প এবং সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প ১২টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

গত অর্থবছরে (২০১৫-১৬) ১ হাজার ১২৫ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে মন্ত্রণালয় ২৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৩৮ দশমিক ৩২ শতাংশ।

বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভায় জানানো হয়, আরএডিপির ২৬টি প্রকল্পের মধ্যে বিআইডব্লিউটিএ-এর ৯টি, বিআইডব্লিউটিসি-এর ৩টি, মোংলা বন্দর কর্তৃপক্ষের ৪টি, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের ৪টি, নৌপরিবহন অধিদফতরের ২টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ২টি, পায়রা বন্দর কর্তৃপক্ষের একটি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) একটি প্রকল্পের কাজ চলছে।

এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়নে ১২টি প্রকল্পের মধ্যে বিআইডব্লিউটিএ-এর ৩টি, বিআইডব্লিউটিসি-এর ৩টি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৫টি ও বিএসসির একটি প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়সহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধারা উপস্থিত ছিলেন।

এমইউএইচ/এমএমএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।