নবায়নযোগ্য জ্বালানির অভ্যাস ও সাফল্যবিষয়ক সেমিনার


প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির অভ্যাস ও সাফল্যের গল্প নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (এফবিসিসিআই) ও জার্মানভিত্তিক ফ্যাডরিক নুম্যান ফাউন্ডেশন (এফএনএফ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ইলাহী চৌধুরী।

সভায় এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, প্রথম সহ-সভাপতি মিসেস মনোয়রা হাকিম আলী এবং এফএনএফ-এর বাংলাদেশ প্রতিনিধি ড. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

এসআই/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।