দেশের ইতিহাসে প্রথম কমলো রেমিটেন্স


প্রকাশিত: ০৩:০৪ এএম, ০৩ জুলাই ২০১৪

দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ কমেছে। গত অর্থবছরে (২০১৩-১৪) প্রবাসীরা ১৪ দশমিক ২২ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।

২০১২-১৩ অর্থবছরে এর পরিমাণ ছিল ১৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। স্বাধীনতার পর এক অর্থবছরে রেমিটেন্স প্রবাহে ভাটার ঘটনা এই প্রথম।

এদিকে বুধবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। গত ১৬ জুন নতুন রেকর্ড গড়ে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন ২১০০ কোটি (২১ বিলিয়ন) ডলার অতিক্রম করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।