গ্যাস-বিদ্যুৎ সংযোগ না দিলে আন্দোলনের হুমকি ট্যানারি মালিকদের


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১০ এপ্রিল ২০১৭

আগামী ১৫ দিনের মধ্যে সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ না দিলে হাজারীবাগের ট্যানারিতে সেই সংযোগ দিতে হবে। তা না হলে দেশব্যাপী অন্দোলনের হুমকি দিয়েছেন ট্যানারির মালিকরা।

বিপন্ন চামড়া শিল্পের অস্তিত্ব রক্ষার দাবিতে রাজধানীর হাজারীবাগে সোমবার সকালে শুরু হওয়া সমাবেশ থেকে এই হুমকি দেন ট্যানারি মালিকরা।

tenaree

সোমবার বেলা ১১টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ।

tenaree

সমাবেশে ট্যানারি মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট নেতারা বক্তব্য দিচ্ছেন। এ সময় তারা সাভারে চামড়াশিল্প নগরীতে শ্রমিকদের বাসস্থানসহ অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার দাবি জানান।

এসআই/জেডএ/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।