এজেন্টের মাধ্যমে ভিসা ফি পরিশোধ করতে পারবে ব্যাংক


প্রকাশিত: ১১:৩৮ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

বিদেশি দূতাবাসের অনুমোদিত এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন ফি পরিশোধ করতে পারবে ব্যাংকগুলো। রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, যেকোনো দূতাবাস এখন থেকে এজেন্টের মাধ্যমে সংগৃহীত ভিসা ফি সংগ্রহ করে ব্যাংকের মাধ্যমে তা দেশের বাইরে পাঠাতে পারবে। তবে এ অর্থ পাঠানোর আগে ওই এজেন্ট সংশ্লিষ্ট দূতাবাসের নিয়োগকৃত ব্যাংককে তা নিশ্চিত হতে হবে।

এছাড়া দূতাবাস কর্তৃক নির্ধারিত হারে চার্জ কাটা হয়েছে কিনা এবং প্রয়োজনীয় ট্যাক্স কেটে নেয়ার বিষয়টি নিশ্চিত হতে বলা হয়েছে। ব্যাংকগুলো এখন থেকে এজেন্টর মাধ্যমে সংগ্রহ করা ইমিগ্রেশন ফিও পাঠাতে পারবে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে দূতাবাস নেই এমন কোনো দেশ যদি এখানে এজেন্ট নিয়োগ দিয়ে ভিসা বা ইমিগ্রেশন ফি সংগ্রহ করে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। বিষয়টি সব পক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

এসআই/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।