তিন আয়কর কমিশনারকে ‘কমিশনার অব দ্য মানথ’ ঘোষণা


প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

আয়কর বিভাগের ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব সংগ্রহ ফেব্রুয়ারি মাস পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন করায় তিনজন আয়কর কমিশনারকে ‘কমিশনার অব দ্য মানথ’ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ১০ কমিশনারকে ‘টপ-টেন’ ঘোষণা করেছে এনবিআর।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়কর বিভাগের রাজস্ব সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে টপ-টেন এর মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনসহ সার্বিক সূচকে এগিয়ে থাকায় কর অঞ্চল-১১, ঢাকার হুমায়রা সাঈদা; কর অঞ্চল-১০, ঢাকার অপূর্ব কান্তি দাস ও কর অঞ্চল-২, ঢাকার কানন কুমার রায়কে ‘কমিশনার অব দ্য মানথ’ ঘোষণা করা হয়।

অন্য টপ-টেন কমিশনাররা হলেন, কর অঞ্চল-১১, ঢাকার হুমায়রা সাঈদা; কর অঞ্চল-১০, ঢাকার অপূর্ব কান্তি দাস; কর অঞ্চল-২, ঢাকার কানন কুমার রায়; কর অঞ্চল-১, চট্টগ্রাম নজরুল ইসলাম; কর অঞ্চল রাজশাহী দবির উদ্দিন; কর অঞ্চল-৪, চট্টগ্রাম আহমেদ উল্লাহ; কর অঞ্চল খুলনা ইকবাল হোসেন; কর অঞ্চল-৫, ঢাকার হাবিবুর রহমান আখন্দ; কর অঞ্চল-১৪, ঢাকার আ. জা. মু জিয়াউল হক ও কর অঞ্চল-১৫, ঢাকার মাহবুবা হোসাইন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আয়কর বিভাগের সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ মাঠ পর্যায়ের আয়কর বিভাগের সংশ্লিষ্ট কমিশনাররা উপস্থিত ছিলেন।

নজিবুর রহমান বলেন, চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে পরিচালিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক রাজস্ব সংগ্রহের ধারাবাহিকতা এবং গতিশীলতা বজায় রাখতে হবে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের আবহ পৌঁছে গেছে। মানুষ এখন আর খালি পায়ে হাটে না। উন্নয়ন হচ্ছে দুর্বার গতিতে। দেশের মেগা প্রকল্পগুলো বার্তা দেয়, আমরা উন্নত হচ্ছি। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা রাষ্ট্রের জন্য কাজ করছি।

এমএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।