অ্যারাবিয়ান গ্লোবাল অ্যাওয়ার্ড পেল এক্সিম ব্যাংক


প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

অ্যারাবিয়ান গ্লোবাল ব্যাংকার অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করেছে বেসরকারি খাতের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)।

রোববার ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ৬ এপ্রিল সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অ্যাওয়ার্ড তুলে দেন এরাবিয়ান ব্যাংকার্স কাউন্সিলের সেক্রেটারি আব্দুল্লাহ সালেহ আল কামেল।

এ সময় কাউন্সিলের সদস্য আবু নাসের আল বুসাইরিসহ ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরাবিয়ান ব্যাংকার্স কাউন্সিল বিশ্বব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, আইএমএফ, এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং ইকোসক-এর নির্দেশনায় পরিচালিত হয়।

ক্যামেলস রেটিং, অর্থনৈতিক উন্নয়ন সক্ষমতা, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম, ইন্টারন্যাশনাল অ্যান্ড করসপন্ডিং ব্যাংকিং সক্ষমতা, মার্কেট সেন্স এবং গত দুই বছরের কার্যক্রম বিশ্লেষণ করে এক্সিম ব্যাংককে এবার এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

এসআই/এমএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।