ডিএসইতে ২৯ শতাংশ লেনদেন বেড়েছে


প্রকাশিত: ১১:০৪ এএম, ০৮ এপ্রিল ২০১৭

এক সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও বেড়েছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে (২ এপ্রিল থেকে ৬ এপ্রিল) আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ১ হাজার ৬৮ কোটি ৩০ লাখ বা ২৮ দশমিক ৬৮ শতাংশ।

আগের সপ্তাহে বাজারটিতে লেনদেন কমেছিল ১ হাজার ৯৬৭ কোটি ৯৯ লাখ টাকা বা ৩৪ দশমিক ৫৭ শতাংশ। তারও আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন বাড়ে ৫০৫ কোটি ২৩ লাখ টাকা বা ৯ দশমিক ৭৪ শতাংশ।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয় ৪ হাজার ৭৯৩ কোটি ৭৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৭২৫ কোটি ৪৫ লাখ টাকা।

মোট লেনদেনের পাশাপাশি শেষ সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনও বেড়েছে। সপ্তাহজুড়ে প্রতিকার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৯৫৮ কোটি ৭৫ লাখ টাকা, যা তার আগের সপ্তাহে ছিল ৯৩১ কোটি ৩৬ লাখ টাকা। অর্থাৎ প্রতিকার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৭ কোটি ৩৯ লাখ টাকা বা ২ দশমিক ৯৪ শতাংশ।

লেনদেনের পাশাপাশি ডিএসইসিতে বেড়েছে মূল্যসূচকও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ১৬ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ। অন্য দু’টির মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪৩ দশমিক ৪৪ পয়েন্ট বা ২ দশমিক শূন্য ৮ শতাংশ। আর ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ৮ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৩৫টির বা ৪১ শতাংশের দাম বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৭৮টির বা ৫৩ শতাংশের। আর অপরিবর্তিত রয়েছে ১৯টির বা ৬ শতাংশের দাম।

গত সপ্তাহে মোট লেনদেনের ৯৫ দশমিক ৬০ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ২ দশমিক ৪৩ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ১ দশমিক ২৪ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং দশমিক ৭৩ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানির ২৫৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৫ দশমিক ৪০ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ১৯০ কোটি ৬৫ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৯৮ শতাংশ। ১৭১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো)।

লেনদেনে এরপর রয়েছে- আইডিএলসি ফিন্যান্স, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, ইসলামী ব্যাংক এবং ওয়ান ব্যাংক।

গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮২ হাজার ৩৫৯ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৭৯ হাজার ৮৩০ কোটি টাকা।

এমএএস/জেডএ/এমএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।