চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমবে : এডিবি


প্রকাশিত: ০৯:২১ এএম, ০৬ এপ্রিল ২০১৭

চলতি ২০১৬-১৭ অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে কমে হবে ৬ দশমিক ৯ শতাংশ। আর মূল্যস্ফীতি হবে ৬ দশমিক ১ শতাংশ।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

রাজধানীর শেরেবাংলা নগরে এডিবির ঢাকা কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতির ডেভেলপমেন্ট আউটলুক-২০১৭ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

এডিবি জানিয়েছে, চলতি ২০১৬-১৭ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরের ৭ দশমিক ১ শতাংশের চেয়ে কম হবে। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ৯ শতাংশে।

এছাড়া গত অর্থবছরের চেয়ে মূল্যস্ফীতিও কমবে বলে এডিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি অর্থবছরে মূল্যস্ফীতি হবে ৬ দশমিক ১ শতাংশ; যা গত ২০১৫-১৬ অর্থবছরে ৫ দশমিক ৯ শতাংশ ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর কারণে জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশেরে জিডিপি প্রবৃদ্ধি হ্রাসের জন্য রেমিট্যান্স প্রবাহ, রফতানি আয় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়াকে দায়ী করেছে এডিবি।

জিডিপিতে নেতিবাচক প্রভাব দূর করতে পর্যাপ্ত কাজের সুযোগসহ উৎপাদশীলতা বৃদ্ধির কথা বলা হয়েছে এডিবির প্রতিবেদনে।

এমএ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।