ভিশন ইলেকট্রনিক্সের র‌্যাফেল ড্রয়ের বিজয়ীরা পুরস্কৃত


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৬ এপ্রিল ২০১৭

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ উপলক্ষে ভিশন ইলেকট্রনিক্স এর র‌্যাফেল ড্রয়ের বিজয়ীরা জনপ্রিয় অভিনেতা ও ভিশনের ব্র‌্যান্ড অ্যাম্বাসেডর জাহিদ হাসানের সঙ্গে ডিনারে অংশগ্রহণ করেন।

বুধবার রাজধানীর এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত ডিনারে অংশ নেন তারা। এবারের বাণিজ্য মেলায় ভিশনের বিভিন্ন পণ্য কিনে কুপন পান ক্রেতারা। সেখান থেকে লটারির মাধ্যমে ২৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

ভিশন ইলেকট্রনিক্স এর জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, ব্র‌্যান্ড ম্যানেজার রকিব আহমেদ ও সহকারী ব্যান্ড ম্যানেজার রেজাউল হোসইনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।