প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বীমা কোম্পানির ৮১ লাখ টাকা


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৫ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৮১ লাখ ৪০ টাকা জমা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বুধবার বীমা কোম্পানিগুলোর পক্ষে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি চেক হস্তান্তর করেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার জন্য ২০১৫ সালের মার্চ-এপ্রিলে বীমা কোম্পানিগুলোর কাছ থেকে ৮০ লাখ টাকা সংগ্রহ করে আইডিআরএ। দুই বছরে সে টাকা বৃদ্ধি পেয়ে ৮১ লাখ ৪০ হাজার টাকা হয়েছে।

এ বিষয়ে শেফাক আহমেদ জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার জন্য ২০১৫ সালে বীমা কোম্পানিগুলো যে টাকা দিয়ছিল তা বুধবার প্রধানমন্ত্রীর কাছে হস্থান্তর করা হয়েছে। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

এমএএস/আরএস/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।