ইসলামী ব্যাংকের ১০ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ৩০ মার্চ ২০১৭

শেয়াবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেছে।

ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ লভ্যাংশ প্রদান করা হবে। বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরস সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ব্যাংকের দেশি-বিদেশি ডাইরেক্টর এবং ম্যানেজিং ডাইরেক্টররা উপস্থিত ছিলেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সালের লাভ-লোকসান ও ব্যালান্স শিট অনুমোদন করা হয়। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৩ মে। একইসঙ্গে লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।

এসআই/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।