ঋণ চান তোবা গ্রুপের এমডি


প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৪ আগস্ট ২০১৪

তোবা গ্রুপের এমডি দেলোয়ার হোসেন বলেছেন, ‘আমার সবকিছু শেষ হয়ে গেছে, এখন করাখানা চালু করতে ২৫ থেকে ৩০ লাখ টাকা লাগবে।

রোববার দুপুরে কারওয়ান বাজারের সুন্দরবন হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘নতুন করে টাকা-পয়সার ব্যবস্থা না করতে পারলে এই মুহূর্তে কোনো কারখানা চালু করতে পারবো না। যদি ব্যাংক, বিমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে স্বল্প সুদে ঋণ পাওয়া যায়, তাহলে আমি আবারো ঘুরে দাঁড়াতে পারব।’

দেলোয়ার হোসেন জানান, তার চোখের সামনে তাজরীনসহ তোবার ৫টি কারখানা, ১টি প্রিন্টিং কারখানা ও ১টি অ্যাম্ব্রয়ডারি কারখানাসহ ৮টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এখন তার কোনো সম্পত্তি নেই।

উল্লেখ্য, তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে রোজার ঈদের আগের দিন থেকে অনশন চালিয়ে আসা তোবা গ্রুপ সংগ্রাম কমিটির সদস্যদের গত ৭ আগস্ট কারখানা থেকে জোর করে তাড়িয়ে দেয় পুলিশ। তবে তার আগে বিজিএমইএর মধ্যস্থতায় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়।

এর আগে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই বেতন দেওয়ার অঙ্গিকার করে হাইকোর্ট থকে জামিন পান দেলোয়ার। তিনি তাজরীনে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় কারাগারে ছিলেন।

শ্রমিক আন্দোলনকে কারণ হিসাবে দেখিয়ে দেলোয়ার গত ১৮ আগস্ট তোবা গ্রুপের পাঁচ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।