মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা উদ্বোধন


প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২০ মার্চ ২০১৭

মোবাইল ব্যাংকিং ‘ট্যাপ অ্যান্ড পে’ সেবা চালু করলো চতুর্থ প্রজেন্মের মেঘনা ব্যাংক লিমিটেড। সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ব্যাংকিং কার্যক্রম অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকটির এ মোবাইল সেবার মাধ্যমে কোনো শাখা ছাড়াই স্বল্পখরচে ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে টাকা সঞ্চয়, টাকা আদান প্রদান, মোবাইলে টাকা রিচার্জ, বিভিন্ন বিল পরিশোধ থেকে শুরু করে যেকোনো জায়গায় সহজে দৈনন্দিন জীবনের কেনাকাটা করা যাবে।

মেঘনা ব্যাংকের ট্যাপ অ্যান্ড পে সেবা প্রি পেইড কার্ডসম্বলিত অত্যাধুনিক নিরাপদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস। এটি বাংলাদেশের প্রথম চিপ বেইজড এনএফসি কার্ডসম্বলিত মোবাইল ব্যাংকিং। যা গ্রাহকদের বিনামূল্যে প্রদান করা হবে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এম আশিকুর রহমান বলেন, মেঘনা ব্যাংকের এ মোবাইল সার্ভিস প্রচলিত গতানুগতিক পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা। এর মাধ্যমে দেশের মোবাইল ব্যাংকিংয়ে নতুন মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন, পরিচালক কর্নেল এম এ লতিফ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কামরুল আহসানসহ ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।