ঊর্ধ্বমুখী শেয়ারবাজার


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৬ মার্চ ২০১৭

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্য সূচকের উত্থান ঘটেছে। এ নিয়ে উভয় বাজারে টানা তিন কার্যদিবস মূল্য সূচক বাড়াল।
 
এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৭০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৯৬৪ কোটি ৬ লাখ টাকা। আগের দিন রোববার ডিএসইতে ৯৬৪ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়। অর্থাৎ এ বাজারে লেনদেন কমেছে ৭৩ লাখ টাকা।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৩টির শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
 
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের শেয়ার। এ দিন কোম্পানির ৩৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্সের ৩৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কাশেম ড্রাইসেল।
 
এরপর রয়েছে আরএসআরএম স্টিল, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ইউনিয়ন ক্যাপিটাল, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফিন্যান্স ও এনবিএল।
 
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭২৯ পয়েন্টে। বাজারটিতে ৫৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদন হয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।
 
এমএএস/এমএমএ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।