আইপিডিসি ফাইন্যান্সের বন্ড অনুমোদন


প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৫ মার্চ ২০১৭

আইপিডিসি ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের ৬০০তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, আইপিডিসি ফাইন্যান্সের বন্ডটির মেয়াদ হবে ৫ বছর। প্রতি ইউনিটের দাম ১০ লাখ টাকা। বন্ডটি বাণিজ্যিক ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট হাউজ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও উচ্চ সম্পদধারী ব্যক্তিদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা যাবে। এই বন্ডের ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে দি সিটি ব্যাংক এবং ট্রাস্টি হিসেবে আইডিএলসি ফাইন্যান্স দায়িত্ব পালন করছে।

এমএএস/এসএইচএস/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।