৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে এবি ব্যাংক


প্রকাশিত: ০৭:০৩ এএম, ১৩ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আরব-বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেড ৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বাংলদেশ ব্যাংকের ব্যাসেল-টু এর শর্ত পূরণ, টায়ার-২ মূলধন বৃদ্ধি এবং ব্যাংকের চলতি প্রবৃদ্ধি বজায় রাখতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ বন্ড-টু ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ১৭ মে ব্যাংকটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন পেলেই বন্ড-টু ছাড়বে এবি ব্যাংক।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।