৯৮ শতাংশ ব্যাংক গ্রাহকের বীমা সম্পর্কে ধারণা নেই
ব্যাংকিং খাত গত এক দশকে দ্রুত এগিয়ে গেলেও গ্রাহকদের একটি বড় অংশের খাতটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। এর মধ্যে ৯৮ শতাংশ ব্যাংক গ্রাহকের বীমা সম্পর্কে জানা নেই।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক অনুষ্ঠানে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্যাংকের ওপর ১০টি বিভিন্ন ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গ্রাহকদের অনুধাবন এবং আচরণ সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ৯৮ শতাংশ ব্যাংক গ্রাহকের বীমা সম্পর্কে ধারণা নেই এবং ৪৭ শতাংশ গ্রাহকের ফিন্যান্সিয়াল এস্টেটমেন্ট সম্পর্কে কোনো ধারণা নেই।
তবে ৫২ শতাংশ আমানতকারী মনে করেন ব্যাংকের আর্থিক অবস্থা খারাপের দিকে গেলে তা খুব ঝুঁকিপূর্ণ। আর বাংলাদেশের ৮১ শতাংশ গ্রাহক প্রথমে সঞ্চয়ী হিসাব খোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিআইবিএমের পরিচালক অধ্যাপক ড. প্রশান্ত কুমার ব্যানার্জি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, বিআইবিএমের সাবেক চেয়ারম্যান প্রফেসর এস এ চৌধুরী, বিআইবিএমের সুপার নিউমারারি অধ্যাপক ইয়াছিন আলী বক্তব্য রাখেন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই/আরএস/জেআইএম