বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সম্মেলনে ১৩ জনের বাংলাদেশ দল


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১২ এপ্রিল ২০১৫

বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ১৭ থেকে ১৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে এ সম্মেলনে চলবে।

রোববার রাতেই প্রতিনিধি দলের একটি অংশ রওনা দিচ্ছেন। আর সোমবার সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মুহিত।

প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, অতিরিক্ত সচিব কাজী শফিকুল ইসলাম এবং অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান।

বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প পরিচালক মোহাম্মদ তারেক ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ইকনোমিক মিনিস্টার সাহাবউদ্দিন পাটোয়ারি ওয়াশিংটন থেকে যোগ দেবেন।

প্রতিবছরই এপ্রিল মাসে বিশ্বব্যাংক ও আইএমএফের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের সভায় বিশ্ব ব্যাংক ও আইএমএফ সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী ছাড়াও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।

জানা গেছে, রোববার রাতে গভর্নর ড. আতিউর রহমান এমিরেটস এর একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়বেন।

এসএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।