খেলাপি ঋণ নিয়ে আইএমএফের উদ্বেগ
ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি এ উদ্বেগ প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে সংস্থার মিশন প্রধান ব্রেইন এইতকেন ও আবাসিক প্রতিনিধি স্টেলা কায়েন্দেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আইএমএফ-এর পক্ষ থেকে বলা হয়, দেশের অর্থনীতি স্থিতিশীলতা রয়েছে এটি সন্তোষজনক। তবে বেশ কিছু আর্থিক খাতে সংস্কার ও নীতি পরিবর্তন প্রয়োজন।
ব্রেইন এইতকেন বলেন, ব্যাংকিং খাতে মন্দ ঋণ বেড়েছে। এটি উদ্বেগজনক। এটি কমাতে হবে। কারণ খেলাপি ঋণ ব্যাংকগুলোকে দুর্বল করছে। এজন্য ব্যাংকগুলোর উপর তদারকি ও নজরদারি বাড়াতে হবে। এ ক্ষেত্রে যে কোনো ধরণের সহযোগিতা করতে আইএমএফ প্রস্তুত রয়েছে।
দেশের ভ্যাট পদ্ধিতির অধুনিকায়ন করা প্রয়োজন উল্লেখ করে আইএমএফ বলে, চলতি বছেরের জুলাইতে নতুন ভ্যাট আইন চালু হবে। এতে রাজস্ব আয় বাড়বে।
দেশের জাতীয় বাজেটের অর্থায়নের জন্য সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে সরকার। এ নীতির পরিবর্তন করতে হবে। বাজেটের অর্থায়নের দীর্ঘ মেয়াদী পদক্ষেপ প্রয়োজন। এজন্য সরকারকে বন্ডের প্রতি জোর দিতে হবে। একই সঙ্গে পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ বাড়াতে বন্ড মার্কেটকে সচল করতে হবে। এ ক্ষেত্রে কোম্পানিগুলো বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯২০ কোটি টাকা। এর মধ্যে ঋণ খেলাপি হয়েছে ৬২ হাজার ১৭২ কোটি টাকা বা ৯ দশমিক ২৩ শতাংশ। আগের বছর একই সময়ে ঋণ স্থিতি ছিল ৫ লাখ ৮৪ হাজার ৬১৫ কোটি টাকা। সেই সময়ে খেলাপি ঋণ ছিল ৫১ হাজার ৩৭১ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ৮০১ কোটি টাকা।
এসআই/এএইচ/পিআর