রোববার থেকে স্পট মার্কেটে তিন কোম্পানি


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৯ মার্চ ২০১৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স এবং প্রাইম ইনস্যুরেন্সের শেয়ার আগামী ১২ ও ১৩ মার্চ রোববার ও সোমবার স্পট মার্কেটে লেনদেন হবে।

রেকর্ড ডেটের কারণে কোম্পানি তিনটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, কোম্পানি তিনটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। এই রেকর্ড ডেটের দিন কোম্পানি তিনটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তার আগে প্রতিষ্ঠানগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১০ পয়সা। গত বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯১ পয়সা। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার মলিকদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে গত ২০ ফেব্রুয়ারি। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয় হয়েছিল।

ওই সময়ের মধ্যে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখানো হয় ৭ টাকা ৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৫ টাকা ৫৬ পয়সা। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।

অপর প্রতিষ্ঠান প্রাইম ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে গত ২০ ফেব্রুয়ারি। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

ওই সময়ের মধ্যে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখানো হয় ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৩৯ পয়সা। এ প্রতিষ্ঠানটিরও বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ।

 এমএএস/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।