এনবিআরকে আলোকিত করার কাজ চলছে


প্রকাশিত: ০২:১০ পিএম, ০৪ মার্চ ২০১৭
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ‘রাজস্ব আহরণ একটি জটিল প্রক্রিয়া। এনবিআরের অনেক কর্মকর্তার মধ্যে সমস্যা ছিল। তবে আমি দায়িত্ব নেয়ার পর এটি অনেকটা কেটে গেছে। এখনও যেখানে যেখানে অন্ধকার রয়েছে, সেখানে আলোকিত করার কাজ চলছে।’
 
রাজধানীর এফডিসিতে শনিবার ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ‘আয়কর ব্যবস্থাপনা জনবান্ধব করতে সরকার সচেষ্ট’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাজস্ব প্রদানের জন্য মানুষকে উৎসাহ প্রদান করা আমার দায়িত্ব। যাতে রাজস্ব প্রদানের জন্য মানুষের মানসিকতার পরিবর্তন হয়।’
 
‘কর প্রদানে মানুষকে উৎসাহ দেয়ার জন্য তরুণ করদাতাদের স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া চলছে। করদাতাদের ক্ষেত্রে জাতীয় পুরস্কারের সংখ্যা বাড়ানো হবে। আগে যেখানে ২০ জনকে এ পুরস্কার দেয়া হতো, সর্বশেষ বছরে তা বাড়িয়ে ১৪১ জনকে দেয়া হয়েছে। আগামী বছরে এর পরিমাণ আরও বাড়ানো হবে’ বলেন নজিবুর রহমান।
 
তিনি আরও বলেন, ‘উৎসাহ প্রদানের সঙ্গে সঙ্গে করদাতাদের ওপরে করের বোঝা না বাড়িয়ে, সরকারের নির্দেশ অনুযায়ী কর আদায়ের পরিধি সম্প্রসারণের কাজ করা হচ্ছে। আগামী ১ জুলাই থেকে নতুন শুল্ক আইন কার্যকর হবে। অনলাইনভিত্তিতে এই আইন বাস্তবায়ন হলে শুল্ক ব্যবস্থা উন্নত হবে।’
 
এমএএস/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।