বিদেশি পর্যটকদের ডলার ভাঙানো সহজ হলো


প্রকাশিত: ১০:৩৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

এখন থেকে যেকোনো মানিচেঞ্জারে গিয়ে ডলার ভাঙানোর প্রমাণ দেখিয়ে ডলার নিতে পারবেন বিদেশি পর্যটকরা। তবে এই সীমা সর্বোচ্চ ৫০০ ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে দেশের সব মানিচেঞ্জার প্রতিষ্ঠান ও অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে।

বিদেশি পর্যটক বাংলাদেশে এসে মানিচেঞ্জার থেকে ডলার ভাঙিয়ে টাকা গ্রহণ করে থাকে। অনেক সময় তার কাছে অতিরিক্ত অর্থ থেকে যায়। এতদিন বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার সময় ওই পর্যটককে সংশ্লিষ্ট মানিচেঞ্জারে গিয়ে পুনরায় টাকা জমা দিয়ে ডলার নিতে হতো। কিন্তু এখন যেকোনো মানিচেঞ্জারে গিয়ে সর্বোচ্চ ৫০০ ডলার ভাঙানোর প্রমাণ দেখিয়ে ডলার নিতে পারবেন পর্যটকরা।

পরিপত্রে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন-২০০৯ আইনে নিবন্ধিত মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো বিদেশি পর্যটকদের অব্যবহৃত টাকার বিপরীতে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত নগদ পরিশোধ করতে পারে। আগের নিয়ম অনুযায়ী যে মানিচেঞ্জার প্রতিষ্ঠান থেকে ডলার ভাঙিয়েছিল, সেই প্রতিষ্ঠান থেকেই ভাঙানোর সুযোগ ছিল।

কিন্তু এখন থেকে নিবন্ধিত মানিচেঞ্জার থেকে ডলার ভাঙানোর প্রমাণপত্র দেখিয়ে যেকোনো মানিচেঞ্জারে গিয়ে ডলার গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট মানিচেঞ্জারকে বিদেশি পর্যটকের ডলার ভাঙানো আসল প্রমাণপত্র সংরক্ষণ করার পরামর্শ দেয়া হয়েছে।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।