নারায়নগঞ্জে জনতা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৮ এপ্রিল ২০১৫

আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের আওতায় নারায়নগঞ্জে এটিএম বুথ চালু করল জনতা ব্যাংক লিমিটেড। মঙ্গলবার নারায়নগঞ্জের জনতা ব্যাংক বঙ্গবন্ধু রোড কর্পোরেট শাখায় এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের সিইও এন্ড এমডি মোঃ আবদুস সালাম।

এ সময় ব্যাংকের ডিএমডি ওমর ফারুক, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ লুৎফর রহমান, নারায়নগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ মুরশেদুল কবীর এবং বঙ্গবন্ধু রোড কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুস সামাদসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।