লংকাবাংলার ‘ইনভেস্টমেন্ট গাইড’ প্রকাশ


প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজার এবং অর্থনীতি সম্পর্কে ধারণা দিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট গাইড-২০১৭’ প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে অবস্থিত সিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে গাইডটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিএবি) সভাপতি আহমেদ রশীদ লালী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সায়েদুর রহমান, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা শাহরিয়ার ও সাবেক এমডি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট গাইড তৈরিতে প্রধান গবেষক হিসেবে কাজ করেন মো. মাহফুজুর রহমান। তিনি বলেন, বর্তমানে ডিভিডেন্ড ইল্ড ৩ শতাংশ এবং ডিপোজিট রেট ৫ শতাংশ। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড ও ডিপোজিট রেটের মধ্যে ব্যবধান মাত্র ২ শতাংশ। ২০১১ সালে ডিভিডেন্ড ইল্ড ছিল আড়াই শতাংশের মতো এবং ডিপোজিট রেট ছিল ১২ শতাংশের ওপরে। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড ও ডিপোজিট রেটের মধ্যে বড় ধরনের ‘গ্যাপ’ ছিল। এখন যেটা কমে এসেছে। যা পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।

ডিএবি সভাপতি লালী বলেন, লংকাবাংলার এই প্রকাশনাটি খুবই তথ্যবহুল। একজন বিনিয়োগকারীর হাতে এটি পড়লে, সে খুব সহজেই পুঁজিবাজার সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। পুঁজিবাজারে অতীতে কী হয়েছিল এবং বর্তমানে কী অবস্থায় আছে তা জানতে পারবেন।

লংকাবাংলা ফাইন্যান্সের সাবেক এমডি নাসির বলেন, এটি আমাদের তৃতীয় প্রকাশনা। এর আগে দুটি ভার্সন আমরা প্রকাশ করেছি। তবে ওই দুটি প্রকাশনা সর্বসাধরণের জন্য উন্মুক্ত করা হয়নি।

এমএএস/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।