সিআইপি হলেন আমান ফিডের চেয়ারম্যান রফিকুল


প্রকাশিত: ০২:৩০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হয়েছেন। রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে সিআইপি করা হলো।

রোববার বিকেলে রাজধানীর রেডিসন হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে তিনি সিআইপি (রফতানি) কার্ড গ্রহণ করেন বলে সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওইদিন আরও ১৬৩ জনকে সিআইপি কার্ড প্রদান করেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি পণ্য রফতানি ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধি হিসেবে দেশের ১৬৪ ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করে গেজেট প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়। নির্বাচিত সিআইপিরা এক বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

রফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৪ সালে তাদের পারিবারিক ব্যবসা আমানতদার ট্রেডিং কর্পোরেশনের সঙ্গে সম্পৃক্ত হন। আন্তরিকতা, সততা, কঠোর পরিশ্রম ও দক্ষ নেতৃত্বের কারণে তিনি স্বল্প সময়ের মধ্যে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তিনি কৃষি, গবেষণা, সিমেন্ট ও গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন।

আমান ফিড ছাড়াও তিনি আমানটেক্স লি., আমান কটন ফেব্রিক্স, আমান সিমেন্ট মিলস লি., আমান কোল্ড স্টোরেজ লি., মিলান কোল্ট স্টোরেজ, আমান এগ্রো ইন্ডাস্ট্রিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রফিকুল ইসলাম ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তিনি বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের সদস্য। তিনি উত্তরা ক্লাব, ঢাকার কর্পোরেট সদস্য। এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

এমএএস/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।