সমন্বয় হয়েছে সিএসই-৫০ সূচক


প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। বাজারটিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফম্যান্সের ভিত্তিতে বৃহস্পতিবার এই সূচক চূড়ান্ত করা হয়।
 
ফলে সূচকটিতে নতুন করে যুক্ত হয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি. এবং ঢাকা ব্যাংক লি.। আগামী ১ মার্চ থেকে এটি কার্যকর হবে।
 
সিএসই-৫০ সূচকে স্থান পাওয়া অন্য কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক, এসিআই, আফতাব অটোমোবাইলস, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি., বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ব্যাংক এশিয়া, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম স্টিল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডেসকো, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, জিপিএইচ ইস্পাত, জিপি, আইডিএলসি ফিন্যান্স, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা অয়েল, খুলনা পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, লংকাবাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, পাওয়ার গ্রিড, পূবালী ব্যাংক, আরএকে সিরামিক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মাসিটিক্যালস, স্ট্যান্ডার্ড ব্যাংক, সামিট পাওয়ার, সিটি ব্যাংক, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, ইউসিবিএল, ইউনাইটেড পাওয়ার এবং উত্তরা ব্যাংক।
 
সিএসই জানিয়েছে, সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানির মূলধনের প্রায় ৬০ শতাংশ।
 
এমএএস/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।