পুঁজিবাজারে কমেছে বিদেশি বিনিয়োগ


প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ধারাবাহিক ভাবে দেশের পুঁজিবাজারে কমছে বিদেশি বিনিয়োগ। গেল মার্চে ফেব্রুয়ারির তুলনায় পুঁজিবাজারে বিদেশি নিট বিনিযোগ কমেছে ১ দশমিক ৭২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।  

বাজার সংশ্লিষ্টরা বলছেন, চলমান রাজনৈতিক সহিংসতা কমলেও এখনো রয়েছে অনিশ্চয়তা। তাই বিদেশি বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারে বিনিয়োগে আস্থা পাচ্ছেন না। ফলে শেয়ার বিক্রি বাড়লেও কমেছে কেনার পরিমাণ। যার কারণে নিট বিদেশি বিনিয়োগ কমেছে।

তথ্য অনুযায়ী, মার্চে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা মোট ৩২ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৫৭৭ টাকা নিট বিনিয়োগ করেছে। ফেব্রুয়ারিতে যা ছিল ৩১ কোটি ৭৪ লাখ ৩ হাজার টাকা। এ হিসাবে মার্চে ফেব্রুয়ারির তুলনায় বিদেশিদের নিট বিনিয়োগ কমেছে ৫৫ লাখ ৫০ হাজার ৮৬৩ টাকা বা ১ দশমিক ৭২ শতাংশ।

নিট বিনিয়োগ কমলেও বেচাকেনা বেশি হওয়ায় বেড়েছে লেনদেনের পরিমাণ। ফেব্রুয়ারিতে বিদেশিদের লেনদেনের পরিমাণ ছিল ৪৭০ কোটি ৪২ লাখ ১ হাজার ৯৩০ টাকা। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭১ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ১২৫ টাকায়। এ হিসাবে এক মাসে মোট লেনদেন বেড়েছে ২০১ কোটি ৪৮ লাখ ৫১ হাজার ১৯৫ টাকা।

তথ্য অনুযায়ী, মার্চে বিদেশিরা মোট ৩১৯ কোটি ৬১ লাখ ৫৯ হাজার ২৭৪ টাকার শেয়ার কিনেছে। ফেব্রুয়ারিতে শেয়ার কিনেছিল ২৫০ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৮২২ টাকার। অর্থাৎ বিদেশিরা মার্চে ফেব্রুয়ারির তুলনায় ৬৮ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৪৫২ টাকার কম শেয়ার কিনেছে।

তবে বিদায়ী মাসে বেড়েছে বিদেশিদের শেয়ার বিক্রয়ের পরিমাণ। আলোচিত মাসে মোট ৩৫১ কোটি ৯১ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার  শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। ফেব্রুয়ারিতে মোট ২১৯ কোটি ১৫ লাখ ৯ হাজার ১০৮ টাকার শেয়ার বিক্রি করেছেন তারা। অর্থাৎ ফেব্রুয়ারির তুলনায় মার্চে ১৩২ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৭৪৩ টাকার বেশি শেয়ার তারা বিক্রি করেছেন।

এসআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।