জেএমআই সিরিঞ্জের রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০২ জুলাই ২০১৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, একটি সাধারণ শেয়ারের বিপরীতে দুইটি রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানি অর্থাৎ ২:১ অনুপাতে। ২৫ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল হবে ৩৫ টাকা। এর মাধ্যমে সংগৃহীত টাকা কোম্পানির ঋণের পরিমাণ কমানো এবং পরিশোধিত মূলধন বাড়ানোর কাজে লাগাবে।

তবে এর জন্য ২৪ জুলাই অনুষ্ঠিত কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমতি লাগবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দিলেই রাইট শেয়ার ছাড়তে পারবে জেএমআই সিরিঞ্জ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।