বাণিজ্যমন্ত্রীর কাছে মাংস ব্যবসায়ীদের চার দাবি


প্রকাশিত: ০৯:০০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

পশুর হাটে অতিরিক্ত ইজারা, চাঁদাবাজি, অবৈধপথে পশু আমদানি বন্ধসহ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে চারটি দাবি পেশ করেছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি।

রোববার সমিতির নেতারা তাদের লিখিত দাবি বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী না থাকায় তার পক্ষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সি শফিউল হক তা গ্রহণ করেন।

এ সময় সমিতির নেতাদের উদ্দেশে শফিউল হক বলেন, ‘আপনাদের দাবি মন্ত্রীর কাছে পৌঁছে দেব।`

ব্যবসায়ীদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

তিনি বলেন, ‘আমরা চারটি দাবি জমা দিয়েছি। আমরা ধর্মঘট আহ্বান করেছিলাম, কিন্তু সরকারের আশ্বাসে স্থগিত করেছি। যদি বাণিজ্যমন্ত্রী ও সিটি কর্পোরেশন এ দাবির বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত দেয় তাহলে আজ বিকেল ৫টায় ধর্মঘট প্রত্যাহার করব।’

এর আগে গাবতলী গরুর হাটে ইজারাদারের অত্যাচার, অতিরিক্ত খাজনা আদায়সহ মাংস ব্যবসায়ীদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাংস ব্যবসায়ী সমিতির ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট ডাকে। এ সময় রাজধানীতে মাংসের দোকান বন্ধ ছিল। তবে রোববার থেকে তারা আবার মাংস বিক্রি শুরু করেছে।
 
এমইউএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।